রংপুর: নগরীর বারো আওলিয়া এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই শিমুল ও সোহেল নামে দুই জনের মৃত্যু হয়।
পুলিশ জানায়, রংপুর থেকে ঢাকাগামী ট্রাকটি সামনে থাকা মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়লে দুই মোটরসাইকেল আরোহী ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়।
এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।