চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম পাহাড় ছেড়ে লোকালয়ে আসা হাতির আক্রমণে আজিজ ফকির নামে ৭৩ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের চাপাতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজিজ ফকিরের বাড়ি চাপাতলী গ্রামে।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ সারাবাংলাকে বলেন, ‘কোরিয়ান ইপিজেডের পাশে পাহাড়ে একদল হাতি অবস্থান নিয়েছে। মাঝে মাঝে সেগুলো গ্রামের ভেতরে চলে আসে। গত (শুক্রবার) রাতেও এসেছিল। স্বাভাবিকভাবেই হাতি লোকালয়ে এলে ভীতস্ত্রস্ত মানুষ তাদের তাড়ানোর চেষ্টা করে। গত রাতে তাড়ানোর চেষ্টার পর হাতিগুলো গ্রামের ভেতরে ছড়িয়ে পড়ে। ভোরে হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে হাতিগুলো এখন গ্রাম ছেড়ে আবারও কোরিয়ান ইপিজেডের পাহাড়ে অবস্থান নিয়েছে।’