পরিবেশ-পরিস্থিতি যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৫
ঢাকা: নভেল করোনাভাইরাস (কোভিড ১৯) পরিস্থিতির কারণে বন্ধ থাকা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে পরিবেশ-পরিস্থিতি যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় এ কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আগে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের ভ্যাকসিন নিশ্চিত করতে হবে।’
সচিব বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলে দেওয়া হবে সে ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। স্কুল-কলেজ খুলে দেওয়ার বিষয়ে আগামী চার-পাঁচদিনের মধ্যে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হবে।’
মন্ত্রিপরিষদের বৈঠক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ পেটেন্ট আইন-২০২১ এর খসড়া, বাংলাদেশ শিল্প নকশা আইনের ২০২১ এর খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদের সভায় বাংলাদেশ পেনটেন্ট আেইন ২০২১ এর খসড়া চূড়ান্ত অনুমোদন, বাংলাদেশ শিল্প নকশা আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন, বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন, আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউটের মধ্যে চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন, বাংলাদেশ ও কাতারের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে প্রস্তাবিত সংস্কৃতিক সহযোগিতা চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয়।
এ ছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাদুঘর ও নয়াদিল্লিস্থ জাদুঘরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
সারাবাংলা/এএইচএইচ/একে