Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দক্ষ-নির্ভীক-সৎ লোক নিয়ে গঠন হবে নির্বাচন কমিশন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ নভেম্বর ২০২৪ ২০:০০ | আপডেট: ৪ নভেম্বর ২০২৪ ০০:০১

ঢাকা: নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটি বৈঠক করে তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ।

তিনি বলেন, আইন অনুযায়ীই নির্বাচন কমিশনে সৎ, নির্ভীক ও দক্ষ লোক নিয়োগ করা হবে। আইনে তাই বলা আছে। আমরা কমিটিকে সার্বিক সহায়তা দেবো।

রোববার (৩ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্চ কমিটির মিটিং হবে। মিটিংয়ে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে। সার্চ কমিটি তাদের কর্মপদ্ধতি ঠিক করবে। অন্যান্য কাজগুলো কীভাবে হবে, সেটি তারা নির্ধারণ করবেন।

কবে নাগাদ নির্বাচন কমিশন গঠন হতে পারে— জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন অনুযায়ী এই কমিটি ১৫ কর্মদিবসের মধ্যে সুপারিশ দেবে। এরপর রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। এটাই আইনে রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ দিতে সার্চ কমিটি গঠন করে সরকার। ছয় সদস্যের সার্চ কমিটিতে আহ্বায়ক করা হয় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— হাইকোর্টের জ্যেষ্ঠ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। রাষ্ট্রপতি মনোনীত দুজন বিশিষ্ট নাগরিক সদস্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জিন্নাতুন নেছা তাহমিদা বেগম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার।

এ ছাড়া আইন অনুযায়ী পদাধিকারবলে সদস্য হিসেবে আছেন বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নূরুল ইসলাম এবং পিএসসির চেয়ারম্যান মোবাশ্বের মোনেম।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/এমপি

নির্বাচন কমিশন মন্ত্রিপরিষদ সচিব সার্চ কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর