সার্চ কমিটিতে সিইসি ও ইসি হিসেবে প্রস্তাবিত যাদের নাম
৮ নভেম্বর ২০২৪ ১০:২৭ | আপডেট: ৮ নভেম্বর ২০২৪ ১২:১৯
ঢাকা: সার্চ কমিটির কাছে প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি দুজন সাবেক সচিবের নাম প্রস্তাব করেছে, তাদের মধ্যে এ এম এম নাসির উদ্দিন সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিলেন। তিনি ২০০৯ সালের জানুয়ারিতে অবসরে গেছেন। এছাড়াও প্রধান নির্বাচন কমিশনার হিসেবে প্রস্তাবনা এসেছে বর্তমান সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, সাবেক সচিব আবু আলম শহিদ খানের।
শুক্রবার (৮ নভেম্বর) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন ।
অন্যদিকে, কমিশনার হিসেবে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, সাবেক সেনা কর্মকর্তা নাজিম উদ্দিন, সাবেক ইসি সচিব জকরিয়া ও সুপ্রিম কোর্টের সাবেক রেজিস্টার ইকতিদার আহমেদের নাম এসেছে।
এছাড়াও তালিকায় রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোবায়েত ফেরদৌস ও প্রফেসর রুহুল আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আবদুল লতিফ মাসুম, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম হাসান তালুকদার এবং নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর নাম।
এদিকে বিএনপি ছাড়াও, যুগপৎ আন্দোলনের সঙ্গী কয়েকটি দল ও প্রধান নির্বাচন কমিশনার পদের জন্য সাবেক সচিব শফিকুল ইসলামের নাম প্রস্তাব করেছে। বিএনপিসহ ১৭টি দল ও জোট তাদের নিজ নিজ দল ও জোটের নামের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) নির্বাচন কমিশন গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর নাম প্রস্তাব করার শেষ দিনে অনেকেই নাম জমা দিয়েছেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের গঠিত অনুসন্ধান কমিটি বৃহস্পতিবারের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে নাম প্রস্তাব করার জন্য রাজনৈতিক দল ও জোটগুলোকে অনুরোধ জানিয়েছিল। তবে ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, ১৪–দলীয় জোট ও জাতীয় পার্টির কাছে কোনো নাম চায়নি অনুসন্ধান কমিটি।
জানা গেছে, ছয় দলের জোট গণতন্ত্র মঞ্চের প্রতিটি দল পৃথকভাবে তাদের প্রস্তাবিত নামগুলো এদিন মন্ত্রিপরিষদ বিভাগে দিয়েছে। তবে এই ছয় দলের প্রস্তাবিত নামের তালিকায় সাবেক সচিব শফিকুল ইসলাম ও মহিবুল হকের নাম ‘কমন’ রয়েছে বলে জানা গেছে। এর বাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাবেক সচিব আবু আলম শহিদ খানের নামও প্রস্তাব করেছে ।
অন্যদিকে, চারজন নির্বাচন কমিশনার পদের জন্য বিএনপি আটজনের নাম প্রস্তাব করেছে। প্রতিটি পদের জন্য দুটি করে নাম দিয়েছে বলে জানা গেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম আহ্বায়ক শহীদ উদ্দীন চৌধুরী (এ্যানি) গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করে তাদের দলের প্রস্তাবিত নামের এই তালিকা দেন।
এদিকে, প্রধান নির্বাচন কমিশনার ও চারজন কমিশনার পদের জন্য আটজনের নাম প্রস্তাব করেছে জামায়াতে ইসলামী। আর বাংলাদেশ ইসলামী আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও এলডিপি পৃথকভাবে নাম প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগে। পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি গতকাল মন্ত্রিপরিষদ বিভাগে নামের তালিকা জমা দিয়েছে।
নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয়ের তিন অধ্যাপকসহ মোট ছয়জনের নাম প্রস্তাব করেছে। দলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুমের নাম প্রস্তাব করেছে বলে সূত্রে জানা গেছে।
আর যুগপৎ আন্দোলনে থাকা ১২–দলীয় জোট প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচটি পদের জন্য পাঁচজনের নাম প্রস্তাব করেছে।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের এক মাসের মাথায় ২০২৪ এর বিতর্কিত নির্বাচনের জন্য পদত্যাগ করে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এরপর থেকে প্রায় দুই মাস ধরে কোনো নির্বাচন কমিশনার ছাড়াই চলছে ইসি সচিবালয়। এর ধারাবাকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন গঠনের প্রক্রিয়া এগিয়ে নিয়ে এসেছে অন্তর্বর্তী সরকার।
পূর্বনির্ধারিত সময় অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল সার্চ কমিটির কাছে নির্বাচন কমিশনার হিসেবে নাম প্রস্তাবের শেষ সময়।
এবার দু’একটি ছাড়া বেশিরভাগ দলই মেইলে তাদের প্রস্তাবিত নামগুলো জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি পাঁচটি, এবি পার্টি পাঁচটি ও বাম গণতান্ত্রিক ঐক্য ১০টি, জেএসডি চারটি ও গণ অধিকার পরিষদ ছয়টি নাম প্রস্তাব করেছে।
এছাড়া সাবেক যুগ্মসচিব, তাহমিদা আহমেদ, ড. এ ওয়াই এম একরামুল হক ও মুনির চৌধুরী নামও প্রস্তাব করেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল।
গত ৩১ অক্টোর সার্চ কমিটি গঠন করে বলা হয়েছে, ১৫ দিনের কার্যদিবসের মধ্যে বাছাই করা নামের তালিকা জমা দিতে হবে রাষ্ট্রপতির কাছে।
সারাবাংলা/জিএস/এসডব্লিউ