সার্চ কমিটির কাছে ৫ জনের নাম প্রস্তাব বিএনপির
৭ নভেম্বর ২০২৪ ০০:৩৫ | আপডেট: ৭ নভেম্বর ২০২৪ ১০:০২
ঢাকা: নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে বিএনপি। রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির কাছে দলটি পাঁচজনের নামের একটি তালিকা জমা দিয়েছে।
বুধবার (৬ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব শেখ আবদুর রশিদের সঙ্গে দেখা করে বিএনপি নেতারা এই তালকা হস্তান্তর করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী (অ্যানী)।
বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপির প্রস্তাবিত তালিকায় সাবেক বিচারপতি, সাবেক আমলা ও সাবেক সেনা কর্মকর্তার নাম রয়েছে। তালিকায় ইসির জন্য একজন নারীর নামও প্রস্তাব করা হয়েছে। তবে তাদের কারও নামই দলীয় কোনো সূত্রই প্রকাশ করতে রাজি হয়নি।
এদিকে বুধবার বিকেলে সার্চ কমিটির কাছে পাঁচ জনের নাম প্রস্তাব করেছে ১২ দলীয় জোটও। মন্ত্রিপরিষদ সচিবের দফতরে জোটের পক্ষ থেকে নামের তালিকা জমা দেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জোটের সমন্বয়ক ও জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
এর আগে নতুন নির্বাচন কমিশন গঠনে নাম প্রস্তাব করতে গত ৩১ অক্টোবর সার্চ কমিটি গঠন করে দেন রাষ্ট্রপতি। ছয় সদস্যের এই কমিটির আহ্বায়ক আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
গত ৩ নভেম্বর সার্চ কমিটির পক্ষ থেকে চার দিন সময় দিয়ে ৭ নভেম্বরের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগে নাম পাঠাতে বলা হয়। রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠনের পাশাপাশি যেকোনো ব্যক্তি নাম প্রস্তাব করতে পারবেন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সর্বোচ্চ পাঁচজনের নাম প্রস্তাব করা যাবে।
রাজনৈতিক পটপরিবর্তনের এক মাসের মাথায় গত ৫ সেপ্টেম্বর বিদায় নেয় কাজী হাবিবুল আউয়াল কমিশন, যাদের অধীনে এ বছরের প্রথম সপ্তাহে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছিল। এরপর আর কোনো নির্বাচন কমিশন গঠন হয়নি। সার্চ কমিটি গঠনের মাধ্যমে ইসি গঠনের পথেও সরকার একধাপ এগিয়ে গেছে।
সারাবাংলা/জিএস/টিআর