১৭ মে খুলছে আবাসিক হল, ভ্যাকসিন না নিলে উঠতে পারবে না কেউ
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৬:৩৬
ঢাকা: বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে হলগুলো খুলে দেওয়া হলেও ভ্যাকসিন না নিয়ে কেউ হলে উঠতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এক জরুরি সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ সিদ্ধান্তের কথা জানান।
দীপু মনি বলেন, আগামী ১৩ মার্চে হলগুলো খুলে দেওয়ার যে সিদ্ধান্ত ছিল তা বাতিল করা হয়েছে। এর পরিবর্তে বিশ্ববিদ্যালয় খোলা হবে ঈদুল ফিতরের পর ২৪ মে, তার আগে ১৭ মে আবাসিক হলগুলো খুলে দেওয়া হবে।
এই সময়ে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো পরীক্ষা নেওয়া হবে না বলেও জানান তিনি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, হলে উঠতে হলে শিক্ষার্থীদের অবশ্যই ভ্যাকসিন নিতে হবে। তা না হলে কাউকে হলে উঠতে দেওয়া হবে না। তবে যারা অন্য শারীরিক সমস্যার কারণে ভ্যাকসিন নিতে পারবে না তাদেরকে ছাড় দেওয়া হবে। এছাড়া ১৫ হাজার ৯২৪ জন বিশ্ববিদ্যালয় শিক্ষককে এই মাসে টিকা দেওয়া হবে।
উল্লেখ্য, সারাদেশে বর্তমানে ১ লাখ ৩৯ হাজার আবাসিক শিক্ষার্থী রয়েছে।
সারাবাংলা/টিএস/এমআই