Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘হল খোলা ও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে ঢাবি’

ঢাবি করেসপন্ডেন্ট
২২ ফেব্রুয়ারি ২০২১ ১৮:৩২

ফাইল ছবি

আবাসিক হলগুলো খুলে দেওয়া এবং পরীক্ষা গ্রহণের বিষয়ে আগের নেওয়া সিদ্ধান্ত আবারও বিবেচনা করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এছাড়া শিক্ষার্থীদের ভ্যাকসিনের আওতায় আনার বিষয়টিও আলোচনায় আছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য মো. আখতারুজ্জামান।

সোমবার (২২ ফেব্রুয়ারি) নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য।

৭২ ঘণ্টার মধ্যে হল খোলার ব্যবস্থা নিতে শিক্ষার্থীদের আল্টিমেটাম

উপাচার্য বলেন, ‘আগামীকাল মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই বিষয়ে আলোচনা করা হবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দায়িত্বশীল উল্লেখ করে উপাচার্য বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা দায়িত্বশীল। তারা এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস৷’

এর আগে আজ দুপুরে আবাসিক হলগুলো খোলার জন্য ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও প্রদান করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগামী ১৩ মার্চ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো স্নাতক শেষবর্ষ ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণের জন্য সীমিত পরিসরে খুলে দেওয়া হবে।

সারাবাংলা/আরআইআর/এমআই

আবাসিক হল করোনা


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর