Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ আগস্ট নিয়ে আপত্তিকর মন্তব্য, জামিন দেয়নি হাইকোর্ট

স্টাফ করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৩৯ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২১ ১০:৪২

ঢাকা: জাতীয় শোক দিবস ১৫ আগস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় আসামি হাকিম মো. লোকমান হোসেনের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

এর ফলে হাইকোর্টে লোকমান হোসেনের জামিন মিললো না বলে জানিয়েছেন আইনজীবীরা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) লোকমানের জামিন আবেদনের শুনানি শেষে বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমিনুল ইসলাম।

এর আগে ২০২০ সালে জাতীয় শোক দিবস ১৫ আগস্ট নিয়ে কুষ্টিয়ার হাকিম মো. লোকমান হোসেন নামের এক ব্যক্তি ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেন। পরে তার বিরুদ্ধে একই বছরের ২০ আগস্ট কুষ্টিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন কালাম শেখ নামের এক ব্যক্তি। মামলার পর ওই দিনই লোকমানকে গ্রেফতার করে পুলিশ।

এরপর লোকমান জামিন চেয়ে বিচারিক আদালতে আবেদন জানান। তবে সে আবেদন খারিজ হওয়ায় হাইকোর্টে জামিন আবেদন করেন তিনি। মঙ্গলবার সেই আবেদনও খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সারাবাংলা/কেআইএফ/এনএস

১৫ আগস্ট আপত্তিকর মন্তব্য জাতীয় শোক দিবস জামিন আবেদন খারিজ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর