জনদুর্ভোগ চরমে, প্রয়োজনে বলপ্রয়োগ করবে পুলিশ
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৫:৫৭
ঢাকা: চলমান পরীক্ষা হঠাৎ করে বন্ধের প্রতিবাদ এবং পুনরায় পরীক্ষা চালুর দাবিতে রাজধানীর নীলক্ষেত সড়ক অবরোধ করেছে ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা। এ কারণে মিরপুর সড়কসহ আশেপাশের সড়কগুলোতে প্রচণ্ড যানজট দেখা দিয়েছে। শত চেষ্টাতেও পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে পারেনি।
এমনকি সমস্যা সমাধানে শিক্ষামন্ত্রীর উদ্যোগে আজ সন্ধ্যা ছয়টার দিকে বৈঠক করার কথা রয়েছে। সেখানে চলমান পরীক্ষা চালু নিয়ে করণীয় ঠিক করা হবে। এরপরেও শিক্ষার্থীরা নীলক্ষেত মোড় ও সাইন্সল্যাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।
পুলিশর রমনা বিভাগের উপ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে সারাবাংলাকে বলেন, জনদুর্ভোগের বিষয়টি মাথা রেখেছি আমরা। সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা কোনো কথাই শুনছে না। প্রত্যেক সড়কে যানজট চরম আকার ধারণ করেছে। প্রয়োজনে পুলিশ বল প্রয়োগ করবে। একটু পর অফিস আদালত ছুটি হবে। সবাই একসঙ্গে গাড়ি নিয়ে রাস্তায় নামবে। সকালের গাড়িই নড়তে পারেনি। এখন অফিস ছুটির পর কি হবে। তাই শিক্ষার্থীদের শেষ বারের মতো নানা উপায়ে বোঝানোর চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, এরপরও শিক্ষার্থীরা কোনো না শুনলে প্রয়োজনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে বল প্রয়োগ করবে পুলিশ।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক ছেড়ে যাবে না। পুলিশ যাই বলে বলুক। যা ভয় দেখায় দেখাক। আমরা বুঝি সড়কে যানজট দেখা দিয়েছে। কিন্তু বাংলাদেশে কোনো দাবি এমনিতেই আদায় হয়নি। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই দাবি আদায় হয়েছে। আমাদের দাবিও আদায় হবে।
নীলক্ষেত এলাকায় দেখা যায়, কেউ সড়কে শুয়ে পড়েছে, কেউ প্ল্যাকার্ড হাতে নিয়ে আছে, কেউ পুলিশদের লাল গোলাপ দিচ্ছেন আবার কেউ শ্লোগান ধরেছেন। সবার একটাই দাবি, বন্ধ হওয়া পরীক্ষা পুনরায় চালু করা ও পরীক্ষার তারিখ ঘোষণা করা।
সারাবাংলা/ইউজে/এনএস