Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ পৌর নির্বাচনে সাধারণ ছুটি থাকছে না

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৩০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২১ ০০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: পঞ্চম ধাপে দেশের ৩০ পৌরসভায় সাধারণ নির্বাচন উপলক্ষে নির্বাচনি এলাকার সাধারণ ছুটি বাতিল করা হয়েছে। তবে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বুধবার (২৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

আদেশে বলা হয়েছে, আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে দেশের ৩০টি পৌরসভায় সাধারণ নির্বাচন, চার উপজেলা পরিষদ এবং দুই ইউনিয়ন পরিষদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ওইসব নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি থাকছে না।

আদেশে আরও বলা হয়, এছাড়া নির্বাচনি এলাকা এবং জেলার অধীন অন্যান্য দফতর, সংস্থা বা প্রতিষ্ঠানে কর্মরত ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/জেআর/পিটিএম

টপ নিউজ পৌর নির্বাচন বাতিল সাধারণ ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর