Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চিনি শিল্পে ৫ বছরে লোকসান ৪ হাজার কোটি টাকা, কারণ ৮টি

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:১৯

ঢাকা: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি) গত পাঁচ বছরে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোকসান দিয়েছে। এর পেছনে আটটি কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো সমাধান করে বন্ধ চিনিকলগুলো চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

এই কমিটিতে উত্থাপন করা প্রতিবেদনে বলা হয়েছে, গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটির আয় হয়েছে তিন হাজার ১৪৭ কোটি ২২ লাখ টাকা। আর সাত হাজার ৮৬ কোটি ২ লাখ টাকা ব্যয় হয়েছে। অর্থাৎ এই সময়ে তিন হাজার ৯৩৮ কোটি ৮৮ লাখ টাকা লোকসান হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আমির হোসেন আমু’র সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, এ কে এম ফজলুল হক, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন, মোহাম্মদ সাহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহম্মেদ ও মো. শফিউল ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বর্তমানে দেনার পরিমাণ আট হাজার ৮৪৮ কোটি ৩২ লাখ টাকা। এর মধ্যে ব্যাংক ঋণ সাত হাজার ১৯৭ কোটি ৬২ লাখ টাকা, ডিএসএল ও পাকিস্তানি ঋণ ৯৬৫ কোটি ৯৯ লাখ টাকা, আখের দাম ৩৩ কোটি ৭০ লাখ টাকা, বেতন বাকি ৯২ কোটি ৩ লাখ টাকা, প্রভিডেন্ট ফান্ড খাতে ১০৭ কোটি ৭০ লাখ টাকা, গ্র্যাইচুইটি ২৫৪ কোটি ১৩ লাখ টাকা, সরকরাহকারীদের পাওনা ১৩৮ কোটি ৭৪ লাখ টাকা, আয়কর বাবদ ১১ কোটি ৬৬ লাখ টাকা, ভ্যাট ৯ কোটি টাকা এবং ডিলার জামানত ৩৭ কোটি ৭৫ লাখ টাকা।

এই লোকসানের পেছনে আটটি কারণ উঠে এসেছে প্রতিবেদনে। এগুলো হলো— চিনির উৎপাদন খরচের চেয়ে বিক্রয় মূল্য কম হওয়া, বিশ্বব্যাপী চিনির দাম কমে যাওয়া, পুঞ্জীভূত ঋণ ও সুদের পরিমাণ অনেক বেশি থাকা, অধিক চিনি সমৃদ্ধ পোকা ও রোগবালাই প্রতিরোধ সক্ষম আখের জাত উদ্ভাবন না হওয়া, দীর্ঘদিনের পুরনো ও জরাজীর্ণ কারখানা, বেসরকারি খাতে আমদানি করা ‘র’ সুগার থেকে রিফাইন্ড সুগার উৎপাদন করে কম মূল্যে বাজারজাত করা, আখ ও চিনির দামের মধ্যে সামঞ্জস্য না থাকার কারণে ক্রমাগত লোকসানের কারণে ব্যাংক ঋণ নিয়ে পরিচালনা করায় ঋণের সুদের পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়া এবং চিনি সংগ্রহের হার কমে যাওয়া।

বৈঠকে জানানো হয়, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের বর্তমানে মোট পদ সংখ্যা ১৭ হাজার ২৬৩টি। এর মধ্যে ছয় হাজার ৩১টি পদ শূন্য রয়েছে। কমিটি শূন্য পদ পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সুপারিশ করেছে। এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের অপ্রয়োজনীয় জনবল ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত আয়োডিনযুক্ত লবণ বিল-২০২১ নিয়ে আলোচনা শেষে কিছু সংযোজন, সংশোধন ও পরিমার্জন করা হয় এবং বিলটি পাসের সুপারিশ করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জয়পুরহাটে চিনি কলে আখ মাড়াই: ফাইল ছবি

সারাবাংলা/এএইচএইচ/টিআর

চিনি ও খাদ্য শিল্প করপোরেশন চিনি শিল্প বিএসএফআইসি লোকসান সংসদীয় কমিটি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর