Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সুপার ফলো’ ফিচার আনছে টুইটার

তথ্যপ্রযুক্তি ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৬

জনপ্রিয় মাইক্রো ব্লগিং ওয়েবসাইট টুইটারে যুক্ত হচ্ছে নতুন ফিচার ‘সুপার ফলো’। অর্থের বিনিময়ে এক্সক্লুসিভ কন্টেন্ট পাওয়ার ক্ষেত্রে ‘সুপার ফলো’ অপশনের শরণাপন্ন হতে হবে টুইটার ব্যবহারকারীদের। খবর বিবিসি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) লগ্নিকারকদের সঙ্গে এক ভার্চুয়াল সভা থেকে ‘সুপার ফলো’ অপশন চালু করার ঘোষণা দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

এ ব্যাপারে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়েছে, সাধারণ হ্যান্ডেলে প্রকাশিত হচ্ছে না এমন বিশেষায়িত টুইট, নিউজলেটার পেতে কিংবা কমিউনিটি গ্রুপে জয়েন করার ক্ষেত্রে ‘সুপার ফলো’ ফিচার কাজ করবে।

এছাড়াও, পরীক্ষামূলকভাবে লাইভ অডিও ডিসকাশন চালু করে আরেক অডিও নির্ভর প্ল্যাটফর্ম ক্লাবহাউজের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে টুইটার — এমনটাই জানিয়েছেন টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডোর্সে।

প্রসঙ্গত, ২০০৬ সালে যাত্রা শুরু করে টুইটার। এরই মধ্যে, বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের শীর্ষ ব্যক্তিবর্গ টুইটারের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগ চালিয়ে আসছেন। বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের মধ্যে টুইটারের আয় দ্বিগুণ হয়ে যাবে।

সারাবাংলা/একেএম

জ্যাক ডোর্সে টপ নিউজ টুইটার সুপার ফলো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর