Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে স্থগিত পরীক্ষা চালুর দাবিতে বিক্ষাভ

ইবি করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৭

বিশ্ববিদ্যালয়ের অনার্স-মাস্টার্সের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে বিক্ষাভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনের মাধ্যমে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, ডেকে এনে পরীক্ষা নেওয়া হবে না! এ কেমন প্রহসন? হল বন্ধ থাকায় আমরা নিরাপত্তা ঝু্ঁকি নিয়ে মেসে থাকছি। ৭ কলেজের পরীক্ষা চললে আমাদের হবে না কেন? আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।’

এদিকে বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে স্থগিত পরীক্ষা পুনরায় চালুর দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন সাধারণ শিক্ষার্থীরা। এ সময় ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?’, ‘বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে’, ‘পরীক্ষা নিয়ে টালবাহানা, চলবে না চলবে না’ সহ বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

পরে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা।

সারাবাংলা/এএম


বিজ্ঞাপন
সর্বশেষ

গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছেই
১১ সেপ্টেম্বর ২০২৪ ২১:০০

সম্পর্কিত খবর