কারাগারে লেখক মুশতাকের মৃত্যু: চট্টগ্রামে মিছিল-সমাবেশ
২৭ ফেব্রুয়ারি ২০২১ ২০:১৩
চট্টগ্রাম ব্যুরো: ডিজিটাল নিরাপত্তা আইনে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বামপন্থী বিভিন্ন ছাত্র সংগঠন। এছাড়া পৃথকভাবে মশাল মিছিল করে ঢাকায় গ্রেফতার ছাত্রনেতাদের মুক্তি দাবি করেছে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়ন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর চেরাগি পাহাড় চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।
‘চট্টগ্রামের প্রগতিশীল গণসংগঠনসমূহ’ ব্যানারে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ‘হাজার হাজার কোটি টাকা ঋণখেলাপি, মাদক ব্যবসায়ীরা দেশে বিনা বিচারে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ শুধুমাত্র লেখার অপরাধে রাষ্ট্রের দুই নাগরিক কিশোর ও মুশতাককে কারাগারে ১১ মাস বন্দি করে রাখা হয়েছে। বারবার জামিনের আবেদন করা হয়েছে, সেই আবেদন নাকচ হয়েছে। একপর্যায়ে জেলে অন্তরীণ অবস্থায় মারা গেছেন মুশতাক। এই মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, এটি হত্যাকাণ্ড। এই হত্যার দায় রাষ্ট্রের। এই হত্যাকাণ্ড বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতিকে আরেকবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে।’
বক্তারা আরও বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে একটি অমানবিক আইন করে রাষ্ট্রের নাগরিকদের হেনস্থা করা হচ্ছে। এই আইন মানুষের বলার স্বাধীনতা, লেখার স্বাধীনতা কেড়ে নিয়েছে। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার সঙ্গে এই আইন সাংঘর্ষিক। অবিলম্বে এই আইন বাতিল করতে হবে।
গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক মো. ওয়াসিরের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেন, ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ফরহাদ জামান জনি, ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী) নগর কমিটির সদস্য সচিব রিপা মজুমদার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতা শাহ মুহাম্মদ শিহাব, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের তিতাশ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের এ্যালকো চাকমা, ছাত্র ফেডারেশনের (উমর) কাজী আরমান এবং অগ্নিবীণা পাঠাগারের সাধারণ সম্পাদক মো. জাহিদ।
সমাবেশে সংহতি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাঈদুল ইসলাম, জিহান করিম, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অশোক সাহা, গণসংহতি আন্দোলনের হাসান মারুফ রুমি, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আনিসুর রহমান নাসিম, নারী নেত্রী আসমা আক্তার।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নগরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে নিউমার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
এদিকে সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা নগরীতে মশাল মিছিল বের করে। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাহ আমানত মার্কেটের সামনে এসে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এ্যানি সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপু, রাঙ্গামাটির জেলার সভাপতি অভিজিৎ বড়ুয়া, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক টিকলু দে।
ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ‘লেখক মুশতাক আহমেদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব কালাকানুন বাতিল করতে হবে। ঢাকায় শাহবাগে প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের মিছিল থেকে পুলিশ যাদের গ্রেফতার করেছে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।’
সারাবাংলা/আরডি/এমও