Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমারের বিক্ষোভে পুলিশের গুলি, ফের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১২:৫৫

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও গণতন্ত্রপন্থিদের বিক্ষোভ চলমান রয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। ফের পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। গ্রেফতার হয়েছেন ৫০ জন। খবর রয়টার্স।

দেশটির প্রধান প্রধান শহরে গণতন্ত্রপন্থিদের অব্যাহত বিক্ষোভের মধ্যে, দাওই শহরে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিক্ষোভ করতে গেলে বাধা দেয় দাঙ্গা পুলিশ। এক পর্যায়ে ব্যাপক সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে অন্তত এক নারী গুলিবিদ্ধ হওয়ার পাশপাশি বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম দাওই ওয়াচ।

বিজ্ঞাপন

এছাড়াও দ্বিতীয় বৃহত্তম শহর মান্ডালায় এদিন সাধারণ মানুষের পাশাপাশি বৌদ্ধ ভিক্ষুরাও অভ্যুত্থানবিরোধী বিক্ষোভে যোগ দেন। এ সময় হাতে প্ল্যাকার্ড ও ব্যানার দিয়ে জান্তাবিরোধী স্লোগানের পাশাপাশি অবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানান বিক্ষোভকারীরা।

মিয়ানমারে বিক্ষোভে পুলিশের গুলি, আরও ২ জনের মৃত্যু
মিয়ানমার: বিক্ষোভে গুলিবিদ্ধ নারীর মৃত্যু

সারাবাংলা/একেএম

প্রাণহানি বিক্ষোভে পুলিশের গুলি মিয়ানমারে সেনা অভ্যুত্থান

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

আরো

সম্পর্কিত খবর