Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চোলাই মদসহ পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৬:২৪

বগুড়া: ধুনটে  চোলাই মদসহ ৭ মামলার আসামি এবং পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে পৌর এলাকার কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহাঙ্গীর আলম ধুনট সদরপাড়া মৃত. শাজাহান আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ৭ মামলার আসামি জাহাঙ্গীর আলম মাদক সেবন করে ডাইম ভবন সংলগ্ন কেন্দ্রীয় বারোয়ারী মন্দিরের সামনে মাতলামি করছিল। এসময় ধুনট থানার এইআই আসাদুজ্জামান সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছে থেকে ১ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

ওসি কৃপা সিন্ধু বালা জানান, গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর রবিবার সকাল ১১টায় থানা হাজত থেকে বগুড়া আদলতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

সারাবাংলা/এসএসএ

চোলাই মদ ধুনট পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গ্রেফতার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর