‘তিন পাবর্ত্য জেলায় সেনাবাহিনীর ক্যাম্পে পুলিশ মোতায়েন করা হবে’
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:০১
ঢাকা: আইনশৃঙ্খলা রক্ষায় দেশের তিন পাবর্ত্য জেলায় সেনাবাহিনীর ছেড়ে আসা ক্যাম্পগুলোতে পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘ক্যাম্প ছেড়ে এলেও সেখানকার শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে সেনাবাহিনীর বদলে পুলিশ মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
রোববার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে তার সঙ্গে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বৈঠক করেন।
বৈঠক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্তুষ্ট লারমাকে আমি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছি। সেজন্য তিনি এসেছেন, আলোচনা করেছি আমরা। তিনি আমাদের সব ধরনের সহযোগিতা করার কথা বলেছেন। রাঙামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবান এই তিন পাবর্ত্য জেলায় মাঝে মাঝেই রক্তক্ষরণ হচ্ছে। অনাকাঙ্ক্ষিতভাবে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা দিয়েছেন ওই তিন জেলায় নজর রাখতে। আমরা একজন অতিরিক্ত সচিবের মাধ্যমে আগে তিন জেলায় কোথায় কী হচ্ছে, সে বিষয়ে খোঁজ খবর নিয়েছি। সেখানে কিছু সুপারিশ ছিলো সেসব নিয়ে আমাদের সকল স্টেকহোল্ডারের সঙ্গে আলাপ করেছি।’
মন্ত্রী বলেন, ‘সেখানকার উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেছি। আমরা চাই অন্য জেলাগুলো যেভাবে চলছে, পার্বত্য চট্টগ্রামের এই তিনটি জেলাও একই গতিতে চলবে। শুধু শান্তি-শৃঙ্খলা রক্ষাই নয়, উন্নয়নকাজসহ সব কিছু একভাবে চলবে। আমাদের দায়িত্ব পাহাড়ে শান্তি ফিরিয়ে আনা।’
বৈঠকে শান্তিচুক্তির যেসব বিষয় এখনও বাস্তবায়ন হয়নি সেগুলো বাস্তবায়নের কথা বলেছেন সন্তু লারমা। মন্ত্রী বলেন, ‘ওই তিন জেলার শান্তি বজায় রাখতে সবার সহযোগিতা নিয়েই কাজ করা হবে।’
সারাবাংলা/জেআর/এমও