Saturday 19 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবৈধ সম্পদ: সাবেক সহকারী প্রকৌশলীর স্ত্রীর ৪ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ১৯:৪৭

ঢাকা: সাবেক সহকারী প্রকৌশলী মো. আব্দুল গণির স্ত্রী মুর্শিদা বেগমের বিরুদ্ধে অবৈধ সম্পদের মামলায় ৪ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রোববার (২৮ ফেব্রুয়ারি) ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান আসামির উপস্থিততে এ রায় ঘোষণা করেন। এসময় উপস্থিত মুর্শিদার জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

রায়ে দুর্নীতি দমন কমিশনের আইনের ২৬ (২) ধারায় এক বছর ও ২৭(১) ধারায় তিন বছরের কারাদণ্ড এবং ২৩ লাখ ৮৫ হাজার ১৯০ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন।

একইসঙ্গে আদালত অসাধু উপায়ে অর্জিত ২৩ লাখ ৮৫ হাজার ১৯০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন।

জানা যায়, ২০১৫ সালের ১৫ ডিসেম্বর আসামি মুর্শিদাকে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার জন্য নোটিশ পাঠায় দুদক। ২০১৬ সালের ১১ জানুয়ারি তিনি সম্পদের হিসাব দাখিল করেন। দুদক তদন্তে ১০ লাখ ৯৪ হাজার ১৯০ টাকা সম্পদের তথ্য গোপন এবং ২৪ লাখ ৩৫ হাজার ১৯০ টাকার অবৈধ সম্পদের তথ্য পান।

ওই ঘটনায় ২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর রমনা থানায় দুদকের সহকারী পরিচালক খন্দকার আখেরুজ্জামান বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা করেন।

সারাবাংলা/এআই/এমও

অবৈধ সম্পদ কারাদণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর