Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওআইসির প্রতিনিধি দলের ভাসানচর পরিদর্শন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:০৩

ভাসানচরে রোহিঙ্গা পুনর্বাসনের প্রস্তুতি চলছে। ছবি- ইন্টারনেট

নোয়াখালী: জেলার ভাসানচর পরিদর্শন করেছেন অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) প্রতিনিধি দল। সংস্থাটির সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তারা ভাসানচরে রোহিঙ্গাদের বসবাসের সকল ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

রোববার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে হেলিকপ্টারযোগে ওআইসি’র সহকারী মহাসচিব ইউসেফ আলডোবেয়া’সহ প্রতিনিধি দলের সদস্যরা ভাসানচর পৌঁছায়। এর আগে প্রতিনিধি দলটি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এই প্রতিনিধি দলে আরও ছিলেন- ইব্রাহিম আহদি খাইরাত, হাবিব বাউরানে, হানি সিরাজ এস তায়েব, বাহের এরদিন গামারেলদিন এবং এলিও ডিয়ালিও।

ওআইসি’র প্রতিনিধি দলটি ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে। তারা আগামী ২ মার্চ পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন বলে জানা গেছে। এ সময় তারা রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ ও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সারাবাংলা/এনএস

অর্গানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) ভাসানচর রোহিঙ্গা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর