Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
২৮ ফেব্রুয়ারি ২০২১ ২০:৩৫

নেত্রকোনা: সদর উপজেলায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নুরেজা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নেত্রকোনা সদর থানার উপ পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত নুরেজা আক্তার জেলার বারহাট্টা উপজেলার আবদুল খালেকের স্ত্রী।

জানা যায়, নুরেজা মোটরসাইকেলে চালকের পেছনে বসে নেত্রকোনা থেকে বারহাট্টা যাচ্ছিল। দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে আসার পর ঝাঁকুনিতে নুরেজা হঠাৎ গাড়ি থেকে নীচে পড়ে যান। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ তাকে আঘাত করে। এতে নুরেজা মাথায় প্রচণ্ড আঘাত পান। পরে সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।

এসআই আসাদুজ্জামান খান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সারাবাংলা /এসএসএ

নারী নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর