মুশতাকের মৃত্যু ওষুধের প্রভাব নাকি গাফিলতিতে তদন্তের পর বলা যাবে
১ মার্চ ২০২১ ১৬:২৯
ঢাকা: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আহমেদ কোনো ধরনের ওষুধ ব্যবহার করতেন কিনা এবং কিভাবে তার মৃত্যু হলো তা তদন্তে বেরিয়ে আসবে। মুশতাকের মৃত্যুতে তিনি ব্যথিত উল্লেখ করে আরও বলেন, ‘তার মৃত্যু ওষুধের প্রভাবে হয়েছে নাকি কারা কর্তৃপক্ষের গাফলতিতে হয়েছে তা তদন্ত শেষেই বলা যাবে।’
সোমবার (১ মার্চ) সচিবালয়ে সিনেমা হল নির্মাণ-সংস্কারে ব্যাংকে ঋণ চালুর প্রেক্ষিতে তথ্যমন্ত্রীকে চলচ্চিত্র প্রদর্শক সমিতির ধন্যবাদ জ্ঞাপন ও মতবিনিয়কালে এসব কথা বলেন।
এসময় ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। বিভিন্ন দেশের পরিসংখ্যান তুলে ধরে মন্ত্রী বলেন, ‘পৃথিবীর সব দেশে এ ধরনের আইন হয়েছে কিংবা হচ্ছে। উন্নত দেশগুলোতেও এ ধরনের অপরাধের ক্ষেত্রে গ্রেফতার করা হয় এবং শাস্তি নিশ্চিত করা হয়। তবে এ আইনের যাতে কোনো ব্যতয় না ঘটে সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে।
জাতীয় প্রেসক্লাবের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রসঙ্গে বলেন, প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করে ছাত্রদল পুলিশের ওপরে হামলার চালিয়েছে। হাজার হাজার ইট-পাথরের টুকরা তারা পুলিশের ওপরে নিক্ষেপ করেছে। তারা আগে থেকেই এসব সংগ্রহ করে রেখেছিল উল্লেখ করে আরো বলেছেন, যারা প্রেসক্লাবকে ঢাল হিসেবে ব্যবহার করা উচিত হয়নি।’
হাছান মাহমুদ বলেন, ‘প্রেসক্লাব একটি জাতীয় প্রতিষ্ঠান প্রেসক্লাব সাংবাদিকদের প্রতিষ্ঠান। সব রাজনৈতিক দলমত ও পথের জন্য এটি উন্মুক্ত। সুতরাং সেখান থেকে যদি পুলিশের ওপরে হামলা হয়, লাঠিসোটা নিয়ে আক্রমণ করা অনভিপ্রেত ঘটনা।’
সারাবাংলা/জেআর/এমও