প্রেসক্লাবের সামনে সংঘর্ষ: সোহেল-টুকু-খোকনসহ ৬ নেতার আগাম জামিন
৩ মার্চ ২০২১ ১৩:২৪
ঢাকা: জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা ও ভাঙচুরের অভিযোগের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ ছয়জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।
আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দিয়েছেন আদালত। একই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
জামিন পাওয়া অন্য নেতারা হলেন- ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল ও ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার।
বুধবার (৩ মার্চ) তারা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল, আব্দুল জব্বার ভূঁইয়া, গাজী কামরুল ইসলাম সজল এবং মনিরুজ্জামান আসাদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম।
আদেশের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে আইনজীবী কায়সার কামাল সারাবাংলাকে বলেন, প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় বিএনপির ছয় নেতাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ এপ্রিল পর্যন্ত তাদের জামিন দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি এবং কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশকে কেন্দ্র করে জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় ৪৭ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশকে মারধর, সরকারি কাজে বাধা, ভাঙচুরের অভিযোগ আনা হয়।
সে সময় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশীদ বলেন, এজাহারে ৪৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনের কথা উল্লেখ হয়েছে।
ডিজিটাল নিরাপত্তা আইনে বন্দি মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় ওইদিন ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ করতে প্রেসক্লাবের সামনে গেলে লাঠিপেটা করে ও কাঁদুনে গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়তে শুরু করলে জাতীয় প্রেসক্লাবের সামনের এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
সারাবাংলা/কেআইএফ/এসএসএ