কিশোরগঞ্জে সাত তক্ষকসহ আটক ১
৪ মার্চ ২০২১ ১০:৫৫
কিশোরগঞ্জ: ৭টি তক্ষকসহ মো. খোরশেদ আলম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে র্যাব-১৪। বুধবার (৩ মার্চ) রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার তারাপাশা এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক খোরশেদ মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত মো.নূরুল ইসলামের ছেলে।
র্যাব জানায়, একটি চক্র দেশের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী শিকার করে অবৈধভাবে পাচারের জন্য বিক্রয় করে আসছে এমন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তারাপাশা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৭টি তক্ষকসহ পাচারকারী মো. খোরশেদ আলমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে তক্ষক সংগ্রহ করে বিক্রি করে আসছিল বলে জানিয়েছে।
র্যাব-১৪ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতেখার উদ্দিন জানান, এ ঘটনায় পাচারকারী মো. খোরশেদ আলমের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হবে।
সারাবাংলা /এসএসএ