Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৭ মার্চ বাঙালি জাতির জন্য অনন্য মাইলফলক: স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২১ ২০:১৪

ফাইল ছবি

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘৭ মার্চ বাঙালি জাতির জন্য এক অনন্য মাইলফলক। বাঙালি জাতির অধিকার আদায়ের জন্য মহান স্বাধীনতা সংগ্রামে সকলকে একত্রিত করেছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ।’

রোববার (৭ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ বাংলাদেশের উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ: হোয়াট ডাস ইট টেক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে স্পিকার এসব কথা বলেন।

বিজ্ঞাপন

ঐতিহাসিক ৭ মার্চকে সরকার জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে জানিয়ে স্পিকার বলেন, ‘সে কারণে ২০২১ সালের নারী দিবস এক অন্য মাত্রা পেয়েছে ‘ এসময় নারী দিবসের প্রাক্কালে তিনি ত্রিশ লক্ষ শহীদ, দুই লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন, জাতীয় চার নেতা ও ৭৫এর ১৫আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু পরিবারের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

ড. শিরীন শারমিন বলেন, ‘ মোট জনসংখ্যার অর্ধেক নারী। নারীরা পরিবর্তনের শক্তিশালী ও কার্যকর প্রতিনিধি। নিরাপদ ও শান্তিপূর্ণ ভবিষ্যৎ বিনির্মাণে অধিকতর নারী নেতৃত্ব জরুরি। নারী নেতৃত্বের এই অগ্রগায়নে সকলের সম্মিলিত প্রয়াস প্রয়োজন। এজন্য বৈশ্বিক প্রতিক্রিয়া ও স্থানীয় অভিজ্ঞতার সমন্বয় দরকার।’ এসময় উদ্ভাবনী নীতি প্রণয়নের মাধ্যমে বিভিন্ন সেক্টরে নারী নেতৃত্বকে এগিয়ে আনতে সকলকে কাজ করার আহ্বান জানান স্পিকার।

এসময় করোনা মহামারি মোকাবিলায় যথাসময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের কারণে কমনওয়েলথ কর্তৃক চারজনের মধ্যে অন্যতম নারী নেত্রী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ইন্সপায়রেশনাল লিডারশিপ’ সম্মাননা অর্জন করায় করায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান স্পিকার।

বিজ্ঞাপন

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পোর সভাপতিত্বে আলোচনা সভায় প্যানেলিস্ট হিসেবে বাংলাদেশ উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সেলিমা আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সাবরিনা ফ্লোরা, বাংলাদেশ পুলিশের ডিআইজি আমেনা বেগম, মিডওয়াইফারি অফিসার করিমা বেগম, অল ফর ওয়ান ফাউন্ডেশনের চেয়ারপারসন কামরুন্নেসা মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি, জাতিসংঘ বাংলাদেশের প্রতিনিধি, সংশ্লিষ্ট গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/এমও

৭ মার্চ ইউএনডিপি স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর