Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১১:৪২ | আপডেট: ৯ মার্চ ২০২১ ১৪:০৮

গাজীপুর: জেলার জয়দেবপুর থানার পিরুজালী বকচর পাড়া গ্রামে এক মাদরাসা ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৯ মার্চ) সকালে পুলিশ ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত বিপ্লব হোসেন (১৫) জয়দেবপুর থানার পিরুজালীর আকন্দপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে। সে নারায়গঞ্জের রূপগঞ্জের আলজামিয়া আসসালাফিয়া মাদরাসার ছাত্র ছিলো।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও পুলিশ জানায়, তিন দিন আগে মাদরাসা থেকে বাড়িতে ছুটিতে এসেছিল বিপ্লব। গত রাতে এশার নামাজ পড়তে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় সে। পরে ভোরে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে বাঁশঝাড়ের ভেতরে রক্তাক্ত লাশ দেখতে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন অর রশিদ জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ওই শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে । নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওরার প্রক্রিয়া চলছে।

সারাবাংলা/এমও

কুপিয়ে হত্যা টপ নিউজ মাদরাসা ছাত্র লাশ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর