Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বরিশালে জেলিযুক্ত ১০ মণ চিংড়ি জব্দ, আটক তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৯ মার্চ ২০২১ ১৫:২৩

বরিশাল: বরিশাল নগরীর বাজার‌ রোড থেকে ১০ মণ জেলিযুক্ত চিংড়িসহ তিনজনকে আটক করেছে নৌ পুলিশ। পাশাপা‌শি এক‌টি ট্রাকও জব্দ করা হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (৯ মার্চ) ভোররাতে বাজার রোড আলিয়া মাদরাসা এলাকায় নৌ পু‌লিশ ও মৎস‌্য অধিদফতরের যৌথ অভিযানে এই চিংড়ি জব্দ করা হয়।

আটকরা হলেন- নগরীর ভা‌টিখানা এলাকার ‌মো.আলামিন, পোর্টরোড এলাকার আব্দুল আজিজ ও জা‌হিদ হো‌সেন। এদের ম‌ধ্যে আজিজ ট্রাক চালক ও জা‌হিদ হেলপার।

ব‌রিশাল নৌ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলোক চৌধুরী জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চল‌ছে। সাতক্ষীরা থে‌কে ব‌রিশা‌লের বাজারে বিক্রির জন্য এই চিংড়ি আনা হয়েছিল।

সারাবাংলা/এমও

চিংড়ি জব্দ নৌ পু‌লিশ বরিশাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর