Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লামায় বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১০ মার্চ ২০২১ ১৪:৫৪

বান্দরবান: লামায় বন্যহাতির আক্রমণে হাজেরা বেগম (৪২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ মার্চ) সকাল ৮টায় উপজেলার আজিজনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গরুর লোডাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত হাজেরা বেগম গরুর লোডা এলাকার নুরু মিয়ার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বন্যহাতির একটি পাল হাজেরা বেগমকে গুরুতর আহত করে। পরে লোকজন দেখতে পেয়ে আহত ওই নারীকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলার পদুয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় সকাল সাড়ে ৯টায় হাজারা বেগমের মৃত্যু হয়।

সারাবাংলা/এসএসএ

নারীর মৃত্যু বন্যহাতির আক্রমণ লামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর