অন্তঃসত্ত্বা গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ
১১ মার্চ ২০২১ ১৩:৫১
মানিকগঞ্জ: শিবালয় উপজেলার আলোকদিয়া চর এলাকায় অগ্নিদগ্ধ হয়ে লিবা খাতুন (২৭) নামে অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, নিহতের শ্বশুর মো. জুলহাস মদ্যপ অবস্থায় ঘরে আগুন ধরিয়ে দিলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে বিল্লাহ হোসেন নামে একজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১১ মার্চ) ভোরে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মো. জুলহাস বৃহস্পতিবার ভোরে মদ্যপ অবস্থায় তাদের টিনের ঘরে আগুন লাগিয়ে দেয়। এতে ঘরের ভেতরে থাকা ১০ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধু লিবা খাতুন মারা যান। আরেক কক্ষে থাকা জুলহাসের মেয়ের জামাই বিল্লাহ হোসেন গুরতর আহত হলে তাকে পাশ্ববর্তী পাবনায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
নিহত লিবার স্বামী সোলেমান রাজশাহীতে একটি কোম্পানিতে চাকুরি করেন। নিহত লিবা দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী ছিলেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত জুলহাস পলাতক রয়েছে। তবে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/এসএসএ