Wednesday 16 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শার্শায় অপহরণের ৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, দম্পতি গ্রেফতার

লোকাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২০:৩২

বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় অপহরণের ৭ দিন পর ৭ম শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রীকে উদ্ধার হয়েছে। এসময় অপহরণের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরে শার্শা থানায় প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান।

তিনি বলেন, ‘বুধবার রাতে যশোর আদালত চত্বর এলাকা থেকে শার্শা থানার পুলিশ ও পিবিআই যৌথ অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার করে। এসময় অপহরণের অভিযোগে আকবার আলী (৪০) ও তার স্ত্রী রুমা খাতুনকে (৩২) গ্রেফতার করা হয়েছে।’

গত বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাগআঁচড়া বাগুড়ী বেলতলা গ্রাম থেকে ১৩ বছর বয়সী ছাত্রীকে অপহরণ করা হয় বলে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়া হয়। এ ব্যাপারে শার্শা থানায় একটি নিয়মিত মামলা হয়েছে।

বৃহস্পতিবার ওই স্কুল ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য যশোর ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং অপহরণে যুক্ত দম্পতিকে যশোর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি বদরুল আলম।

সারাবাংলা/এমও

অপহরণ দম্পতি

বিজ্ঞাপন

জলকেলিতে মাতোয়ারা পাহাড়িরা
১৭ এপ্রিল ২০২৫ ০০:৩১

আরো

সম্পর্কিত খবর