Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ও পায়রার আশেপাশে বিস্ফোরক উপাদান সংরক্ষণ করা যাবে না

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২১ ২৩:০১

ঢাকা: চট্টগ্রাম ও পায়রা বন্দরের আশেপাশে লোকালয়ে বিস্ফোরক উপাদান সংরক্ষণ না করার সুপারিশ করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। কমিটির বৈঠকে রাবনাবাদ চ্যানেলের আশেপাশে কোনো উপযুক্ত চর এলাকায় বিস্ফোরক দ্রব্য সংরক্ষণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদীয় কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম। বৈঠকে কমিটির সদস্য শাজাহান খান, মো. মজাহারুল হক প্রধান, রনজিত কুমার রায়, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

কমিটি সূত্র জানায়, বৈঠকে মোংলা এবং পায়রা বন্দর কর্তৃপক্ষের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা শেষে মোংলা ও পায়রা বন্দরের সবচেয়ে অনুকূল সম্ভাবনা কী কী রয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করে একটি পরিকল্পনা তৈরির সুপারিশ করা হয়েছে। এছাড়া সুন্দরবনের দুবলার চরে বালি ফেলে ওই চরটি আরও সম্প্রসারণ করা যায় কি না, সে বিষয়ে সম্ভাব্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দরের বিশেষ চাহিদা অনুযায়ী গঠনে ভিন্নতা থাকলেও বন্দরগুলোতে মৌলিক গঠন, নীতিমালা ও সুযোগ সুবিধা একই ধরনের রাখার সুপারিশ করা হয়। এছাড়া দুর্যোগকালীন বন্দরগুলোর চাহিদার পরিপ্রেক্ষিতে ব্যবহারের জন্য মূল্য-উপযোগিতা বিশ্লেষণ করে হোভার-ক্রাফট কেনার পরামর্শ দেওয়া হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

চট্টগ্রাম ও পায়রা বিস্ফোরক উপাদান সংরক্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর