Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার চূড়ান্তভাবে জনবিচ্ছিন্ন: সিপিবি

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২১ ২০:৪৭

ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় পরিষদের সভায় নেতারা বলেছেন, ‘সরকার চূড়ান্তভাবে জনবিছিন্ন। পৌর নির্বাচনে ক্ষমতাসীন দলের নীল নকশার নির্বাচন পুনরায় প্রমাণ করলো এ সরকার মানুষের ভোটাধিকারে বিশ্বাস করে না। এ সরকার গত ১২ বছর ধরে জগদ্দল পাথরের মত জনগণের ওপর চেপে বসে আছে। ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম গড়ে তুলে মানুষের ভোটাধিকার লুণ্ঠনকারী কর্তৃত্ববাদী এ সরকারকে পরাজিত করতে হবে।’

বিজ্ঞাপন

দুইদিনব্যাপি অনুষ্ঠিত জাতীয় পরিষদের সভায় নেতারা এসব কথা বলেন। সিপিবি কার্যালয় মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে পার্টি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়’ নিয়ে প্রতিবেদন উত্থাপন করেন পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম।

সভায় বলা হয়, বাংলাদেশ বর্তমানে পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া মুশতাক আহমেদ কারাগারে নয় মাস নিপীড়নের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। সরকারের বিরুদ্ধে কথা বলা মানে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা নয়। দুঃশাসকদের বিরুদ্ধে কথা জনগণের নাগরিক অধিকার। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে সরকারকে বাধ্য করতে হবে।

সভার অন্য এক প্রস্তাবে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে পরিচালিত না করে লুটেরা ধনিকদের স্বার্থে পরিচালনা করা হচ্ছে। মুক্তিযুদ্ধের লক্ষ্য ছিল সব ধরনের বৈষম্য থেকে দেশকে মুক্ত করা। কিন্তু গত ৫০ বছরে শহর-গ্রাম, ধনী-গরিবের বৈষম্য বৃদ্ধি পেয়েছে। এসময় মুক্তিযুদ্ধের ধারায় দেশকে পুনঃপ্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চার মূলনীতি বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে সমাজতন্ত্রমুখী করার অঙ্গীকার করা হয়।

সভায় বছরব্যাপী স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের জন্য মুজাহিদুল ইসলাম সেলিমকে চেয়ারম্যান ও মোহাম্মদ শাহ আলমকে আহ্বায়ক করে ৫০১ সদস্য বিশিষ্ট সিপিবি’র সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি গঠন করা হয়।

সারাবাংলা/এএইচএইচ/এমও

জনবিচ্ছিন্ন ডিজিটাল নিরাপত্তা আইন সিপিবি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর