Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির বরিশাল সফর অনিশ্চিত

ডিস্ট্রিক্ট করসেপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ১১:২৫ | আপডেট: ১৪ মার্চ ২০২১ ১২:৪৮

বরিশাল: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বরিশাল সফর নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মার্চের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে এসে সনাতন ধমাবলম্বীদের তীর্থস্থান বরিশালের উজিরপুর উপজেলার সুনন্দা শক্তিপীঠ মন্দির (শ্রী শ্রী উগ্রতারা মন্দির) পরিদর্শন করতে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আভাস মিলেছিল। সেই লক্ষ্যে হাইকমিশনের কর্মকর্তাসহ ভারতীয় নিরাপত্তা বাহিনীর দুটি দল ২৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করে।

বিজ্ঞাপন

মোদি বরিশালে সড়কপথে নাকি আকাশপথে যাবেন? তার আবাসন, চিকিৎসা এবং নিরাপত্তাব্যবস্থা সবকিছু পরীক্ষা করে দেখেন তারা। তারপর থেকেই মন্দিরটিতে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারা বসেছে।

এ ব্যাপারে উজিরপুর থানার ওসি মাইনুল ইসলাম সারাবাংলাকে জানান, ভারতের প্রধানমন্ত্রী উজিরপুরের মন্দির পরিদর্শনে আসতে পারেন এমন খবরের ভিত্তিতে সেখানে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে। কিন্তু মোদির উজিরপুর সফরের আপডেট কোনো তথ্য নেই তাদের কাছে।

যেহেতু, প্রশাসনের দৃশ্যমান কোনো প্রস্তুতি নেই। সে কারণে মোদির এবারের সফরসূচিতে উজিরপুরের শ্রী শ্রী উগ্রতারা মন্দির নেই বলে ধারণা করছেন ওসি মাইনুল।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা সারাবাংলাকে জানান, ভারতের প্রধানমন্ত্রীর বরিশাল সফরের কোনো আপডেট তথ্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসনকে জানানো হয়নি। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের খবরের প্রেক্ষিতে তারা কিছু প্রস্তুতি নিয়েছিলেন। মন্ত্রণালয়ের হালনাগাদ নির্দেশনা না থাকায় নরেন্দ্র মোদি বরিশালে নাও আসতে পারেন বলে ধারণা করছে জেলা প্রশাসন।

সারাবাংলা/একেএম

উজিরপুর নরেন্দ্র মোদি বরিশাল বাংলাদেশ সফর শ্রী শ্রী উগ্রতারা মন্দির