Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির আগমন বিরোধিতাকারীদের শক্তহাতে দমন করবে পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২১ ১৬:৫২

ঢাকা: ভারতের সরকার প্রধান নরেন্দ্র মোদির আগমনকে ঘিরে যে কোনো ধরনের নাশকতা শক্ত হাতে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. মনিরুল ইসলাম। তিনি বলেছেন, মোদী বিরোধী তথা রাষ্ট্রের সুনাম ক্ষুণ্ন হয় এমন কোনো মিছিল হলে মিছিলকারীদেরকে শক্ত হাতে দমন করা হবে।

রোববার (১৪ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদযাপন উপলক্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধানদের আগমন উপলক্ষে নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মনিরুল ইসলাম।

সম্প্রতিকালে মোদি বিরোধী মিছিল হচ্ছে এবং যারা এ মিছিল করছে, তারা জানিয়েছে এ মিছিল আরও জোরদার করবে, তাহলে পুলিশের ভূমিকা কী হবে? মিছিল কি প্রতিহত করা হবে নাকি পুলিশের প্রচ্ছন্ন সহায়তায় মিছিল করতে দেওয়া হবে? এমন প্রশ্নের জবাবে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার বলেন, ‘আমরা আশাবাদী যারা এ ধরনের কর্মসূচি দিয়েছেন তাদের শুভবুদ্ধির উদয় হবে এবং এরকম দেশবিরোধী বা দেশের সুনাম ক্ষুণ্ন হয় বিরোধী মেহমানদের কাছে এমন কর্মসূচি দেওয়া থেকে তারা বিরত থাকবে।’

তিনি বলেন, ‘তবুও যদি কেউ এধরনের কাজ করে অর্থাৎ কোনো ধরনের নাশকতার চেষ্টা করে তাহলে বাংলাদেশ পুলিশ বিশেষ করে ডিএমপির পক্ষ থেকে শক্ত হাতে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

ভারতের সরকার প্রধান মোদি বিরোধী মিছিলকারীদেরকে কেন দেশ বিরোধী বলা হচ্ছে এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘এটি আসলে দেশের সম্মানের কথা বিবেচনা করে বলা হয়েছে। কারণ স্বাধীনতা সকলের। সে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আর বঙ্গবন্ধু জাতির পিতা সেটিও সাংবিধানিক বিষয়। মূলত এটির সঙ্গে সংবিধান জড়িত যেটির সঙ্গে দেশের সুনাম জড়িত। সে কারণে আমি এটিকে সরকারবিরোধী না বলে দেশবিরোধী বলেছি।

তিনি বলেন, ‘স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত আমরা কোনো রাজনৈতিক সভাসমাবেশ করতে নিরুৎসাহিত করছি। অতি প্রয়োজনীয় না হলে তা যেন না করা হয় সে জন্য বিশেষ অনুরোধ রাজনৈতিক দলগুলোর প্রতি।’

আনন্দ উদযাপন এবং বিদেশি মেহমানদের আগমন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে মনিরুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা বলতে যা বোঝায় আমরা সে ক্ষেত্রে কোনো কম্প্রমাইজ করব না। আর যেহেতু বিদেশি ভিভিআইপিরা আসতেছেন, তাদের জন্য সড়কসহ যেসব স্থানে অংশ নেওয়ার আয়োজন করা হয়েছে সেসব স্থানে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ ক্ষেত্রে নাশকতার কোনো হুমকি নেই।’

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর উদযাপনে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং মালদ্বীপের রাষ্ট্রপ্রধান এবং সরকার প্রধানেরা অংশ নেবেন।

সারাবাংলা/এসএইচ/একে

টপ নিউজ মোদি বিরোধিতা


বিজ্ঞাপন
সর্বশেষ

কাপ্তাই হ্রদে ডুবে ২ শিশুর মৃত্যু
১০ সেপ্টেম্বর ২০২৪ ২০:১০

সম্পর্কিত খবর