Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢামেকে অগ্নিকাণ্ডের পর সন্ধান মিলছে না ৩ করোনা রোগীর

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২১ ১৭:৫৮

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনার পর ৩ রোগীর সন্ধান নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) থাকা অন্য রোগীরা কোথায় আছেন, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে বলতে পারছে না।

গতকাল বুধবার (১৭ মার্চ) সকালে নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আইসিউতে অগ্নিকাণ্ডের সময় রোগীদের অন্য জায়গায় সরিয়ে নেওয়ার সময় তিন জন রোগী মারা যান। ঘটনার পরপরই ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছিলেন, আইসিউতে মোট ১৪ জন রোগী ছিলেন। এদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি ১১ জনকে আমরা হাসপাতালে বিভিন্ন জায়গায় আইসিইউ সাপোর্টে রেখেছি।

বিজ্ঞাপন

তবে বর্তমানে (বৃহস্পতিবার, ১৮ মার্চ) ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ন ইউনিটে বাকি ৮ জন রোগী থাকলেও আরও ৩ জন রোগী কোথায় সে বিষয়ে যথাযথ তথ্য নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। তবে কর্তৃপক্ষ বলছে, তারা (আইসিইউতে থাকা করোনা রোগীরা) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউ ও অন্যান্য আইসিইউতে রয়েছেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদ বলেন, ‘বাকি রোগিরা আমাদের হাসপাতালে আছেন। তবে সঠিক তথ্যটা ওয়ার্ড মাস্টার রিয়াজ দিতে পারবেন।’

এই বিষয়ে কথা হয় নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজের সঙ্গে। তিনি জানান, গতকাল বুধবার সকালে নতুন ভবনে ৩ তলায় করোনা রোগিদের আইসিইউতে অগ্নিকাণ্ডের পরপরই ভেতরে থাকা রোগীদের হাসপাতালের অন্য আইসিইউতে রাখা হয়েছে। কয়েকজন আছেন হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলাযর আইসিইউতে ও কয়েকজন হাসপাতালে অন্য জায়গায়। তবে ঠিক কোথায় বাকি রোগীরা আছেন এই তথ্য জানাতে পারেননি তিনি।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আরিফুল ইসলাম নবীন বলেন, ‘নতুন ভবনের অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ৮ জন রোগি আমাদের বার্ন ইউনিটের আইসিইউ ও এইচডিইউতে আছেন। তারা সবাই আইসিইউ রোগী, তারা আগের মতনই আছেন।’

হাসপাতাল সূত্র জানায়, করোনা রোগীদের আইসিইউ ওয়ার্ডটি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সেটি তালাবদ্ধ। হাসপাতালে এখন আইসিইউর সংকট দেখা দিয়েছে। করোনা রোগীদের আইসিইউ লাগলেও সেটা দিতে পারছে না কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘সকালে ক্ষতিগ্রস্ত আইসিইউটি গণপূর্তের ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পরিদর্শন করেছেন। মেরামতের জন্য আরও টেকনিশিয়ানরা সেটি পরিদর্শন করবেন।’ স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত সেটি প্রস্তুত করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: ঢামেকে আগুনের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি

সারাবাংলা/এসএসআর/এমও

করোনা রোগী টপ নিউজ ঢামেকে অগ্নিকাণ্ড

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে খালে ভাসছিল অর্ধগলিত লাশ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৩

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

সম্পর্কিত খবর