Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেড় বছর পর বেনাপোল দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি

লোকাল করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ১২:১৩

বেনাপোল (যশোর): প্রায় দেড় বছর পর বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে দু’টি ট্রাকে সাড়ে ৪২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) রাত ১০টায় ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে পেঁয়াজবোঝাই দু’টি ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে, উৎপাদন সংকট দেখিয়ে ২০১৯ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রফতানি বন্ধ করেছিলো ভারত সরকার।

বাংলাদেশি আমদানিকারক যশোরের দিন ইসলাম ট্রেডার্স, কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করে পণ্য ছাড়াতে আমদানিকারককে সহযোগিতা করেছেন সিঅ্যান্ডএফ এজেন্ট সেজুতি এন্টারপ্রাইজ।

আমদানিকারক দীন ইসলাম বলেন, ‘প্রতি মেট্রিক টন পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে ১৪০ মার্কিন ডলার। পণ্য ছাড় করাতে সরকারকে আমদানি মূল্যের ওপর ১০ শতাংশ শুল্ক কর পরিশোধ করতে হচ্ছে।’

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘ভারত সরকার পেঁয়াজ আমদানির অনুমতিতে প্রথম দিকে দেশের অন্য বন্দর দিয়ে ওই ট্রাক প্রবেশ করলেও বেনাপোল বন্দর দিয়ে কোনো ট্রাক প্রবেশ করেনি। এতে বাজারে যে পরিমাণে পেঁয়াজের মূল্য কমার কথা ছিলো তা কমেনি। বর্তমানে এ পথে পেঁয়াজ আমদানি হওয়ায় আশা করছেন বাজার আগের চেয়ে দর কমবে।’

বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার বলেন, ‘আমদানি করা পেঁয়াজ ব্যবসায়ীরা যাতে দ্রুত খালাস নিতে পারেন তার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

সারাবাংলা/এমও

পেঁয়াজ বেনাপোল ভারতীয় পেঁয়াজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর