জেনেভায় জঙ্গিবাদ বিষয়ক সেমিনারে প্যানেল স্পিকার শাম্মী আহমেদ
২২ মার্চ ২০১৮ ১৬:৩০
।। জেনেভা থেকে ।।
সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক সেমিনারে অংশ নিতে সুইজারল্যান্ডের জেনেভায় রয়েছেন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ।
বৃহস্পতিবার (২২ মার্চ) জাতিসংঘের জেনেভা দফতরে অনুষ্ঠিত এই সেমিনারে প্যানেল স্পিকার শাম্মী আহমেদ।
সেমিনারে আরও থাকবেন, নেদারল্যান্ডস-এর হেগ পিচ এর ডিরেক্টর জ্যাকব ডি জং, সাউথ এশিয়া ডেমোক্রেটিক ফোরাম-এর ডিরেক্টর সিগফ্রিয়ড ওল্ফ, জাতিসংঘের অর্থনীতি বিভাগের সাবেক প্রধান অর্থনীতিবিদ অধ্যাপক ড. উইলিয়াম ভ্যান্ডার গেস্ট, জাতিসংঘের স্পেশাল রিপোর্টার করিম বানৌনে, ইউরোপে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া।
এর আগে বুধবার (২১মার্চ) জেনেভা বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখানে তাকে স্বাগত জানান সুইজারল্যান্ড আওয়ামী লীগ। এ সময় বিমানবন্দরে ছিলেন, ইউরোপিয়ান আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক শ্যামল খানসহ অনেকে।
সারাবাংলা/আইএ/এমআই