Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জের হামলার ঘটনা পরিকল্পিত: তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ১৬:১৭

ঢাকা: সুনামগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। শুক্রবার (১৯ মার্চ) সকালে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

হাসান মাহমুদ বলেন, ‘বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ। বাংলাদেশ এখন আর দারিদ্র দেশ নয়। বাংলাদেশ দারিদ্রমুক্ত হওয়ার পথে অদম্য গতিতে এগিয়ে চলছে। আজকে দেশ যখন এগিয়ে যাচ্ছে, এমনকি দেশ নিয়ে যখন সমস্ত বিদেশিরা পঞ্চমুখ। তখন নতুনভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। রাজনৈতিকভাবে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

বিজ্ঞাপন

তিনি অভিযোগ করে বলেন, ‘সুনামগঞ্জের শাল্লা উপজেলায় সংখ্যালঘুদের ওপর যে হামলা সেটি এই ষড়যন্ত্রেরই অংশ। আমি দেখলাম মির্জা ফখরুল ইসলাম তড়িঘড়ি করে একটি বিজ্ঞপ্তি দিয়েছেন। তিনি বিবৃতিতে নানা কথা বলেছেন। মির্জা ফখরুল ইসলামকে একটু পেছনে ফিরে তাকানোর জন্য অনুরোধ করছি। তাকে আয়নার নিজেদের চেহারা দেখানোর জন্য অনুরোধ করছি। ২০০১ সালে নির্বাচনের পর যেভাবে পুরো গ্রাম ঘেরাও করে কোটালিপাড়া, ভোলা, বরিশাল, সিরাজগঞ্জসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর নিযা‍র্তন করা হয়েছিলো। সেজন্য বঙ্গবন্ধু এভিনিউতে আমাদের আশ্রয়খানা খুলতে হয়েছিলো। সংখ্যালঘুদের ওপর নিযা‍র্তন করা হয়েছিলো, কারণ তারা কেন নৌকায় ভোট দিলো। অনেক নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিলো।’

বিজ্ঞাপন

হাসান মাহমুদ আরও বলেন, ‘তাদের (বিএনপি) ক্ষোভ সংখ্যালঘুরা আওয়ামী লীগকে ব্যাপকভাবে সমর্থন করে। এটি করে আমাদের অসাম্প্রদায়িক চরিত্রের জন্য। আজ যখন দেশে বিদেশি মেহমানরা আসছে তখন দেশকে অস্থিতিশীল করার জন্য, সরকারকে বেকায়দায় ফেলার জন্য, পরিকল্পিতভাবে শাল্লায় এই ঘটনা ঘটানো হয়েছে। নিজেরাই (বিএনপি) এসব ঘটিয়ে আবার বিবৃতি দেন।’

‘তদন্তের মধ্যে দিয়ে নিশ্চয়ই বের হয়ে আসবে কোন দলের নেতারা উসকানি দিয়েছে। ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠির পেছনে কারা বাতাস দিয়েছে। তাই মির্জা ফখরুল ইসলামকে অনুরোধ জানাব, এই ধরনের অপরাজনীতি না করে, আপনারা ষড়যন্ত্রের পথ পরিহার করে সুস্থ রাজনীতির ধারায় ফিরে আসুন’, বলে সম্প্রচারমন্ত্রী।

এসময় আয়োজক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসজে/এমও

টপ নিউজ তথ্যমন্ত্রী বিএনপি শাল্লা

বিজ্ঞাপন
সর্বশেষ

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর