Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটিচাপা পড়ে ৩ শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২১ ২২:২২ | আপডেট: ১৯ মার্চ ২০২১ ২২:৩২

ফাইল ছবি

গাইবান্ধা: সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটিচাপা পড়ে একই পরিবারের তিন শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) বিকেলে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শিশুরা হলো, মাসুদ মিয়ার দুই ছেলে আব্দুল আলী (৭), আবির আলী (৪) ও শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৩)।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন আগে ভেকু দিয়ে রাস্তা নির্মাণ করা হয়। এতে রাস্তার পাশে বিশাল গর্ত হয়। পরিবারের অজান্তে সেই গর্তে খেলতে গিয়ে মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিন শিশু নিহত হয়। বিকেল থেকে বাড়িতে শিশুদের না পেয়ে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে রাস্তার পাশে গর্তে এক শিশুর পা দেখতে পেয়ে স্বজনদের খবর দেওয়া হয়। তারপর এলাকার লোকজনদের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আব্দুল্লাহিল জামান জানান, বেলকা ইউনিয়নের কিসামত এলাকায় রাস্তা নির্মাণের কাজ চলছিল। তার পাশেই ভেকু দিয়ে মাটি তোলা হয়। সেখানে বিশাল গর্ত তৈরি হয়। শিশুরা খেলতে গিয়ে ওই গর্তে পরে মাটিচাপা পরে নিহত হয়।

সারাবাংলা/এসএসএ

গাইবান্ধা টপ নিউজ মাটিচাপা শিশু নিহত

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর