Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারের এসএসসির জন্য টেস্ট পরীক্ষা থাকছে না

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ০০:০৫

ফাইল ছবি: এসএসসি পরীক্ষা

ঢাকা: ২০২১ সালের এসএসসি পরীক্ষা থেকে টেস্ট পরীক্ষা বা নির্বাচনি পরীক্ষা বাদ দেওয়া হয়েছে। তবে টেস্ট পরীক্ষা না নিলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর ৬০ দিন পড়িয়ে তারপর এসএসসি পরীক্ষা নেওয়া হবে।

রোববার (২১ মার্চ) ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এমন কথা জানান। নেহাল আহমেদ বলেন, ‘ফরম পূরণ কার্যক্রম শুরু হচ্ছে। পরীক্ষার নেওয়ার অগ্রিম প্রস্তুতি হিসেবে আমরা ফরম পূরণের কাজটি সেরে রাখতে চাই।’

তিনি বলেন, ‘এবার আমরা টেস্ট পরীক্ষা নিতে শিক্ষাপ্রতিষ্ঠানকে না করছি। আমরা পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত, শিক্ষার্থীদের নতুন সিলোবাসে পড়িয়ে যখনই সময় দেবে মন্ত্রণালয় তখনই পরীক্ষা আয়োজন করা হবে। ২০২১ সালের পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক তারা ফরম পূরণ করে সরাসরি পরীক্ষায় অংশ নিতে পারবে।’

২০২১ সালের এসএসসি পরীক্ষার অনলাইনে ফরম পূরণ আগামী ১ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে। ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরমপূরণ করতে পারবে শিক্ষার্থীরা। আর বিলম্ব ফিসহ ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করা যাবে। আর এবারের এসএসসি পরীক্ষা জুলাইয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/টিএস/পিটিএম

এসএসসি টেস্ট পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর