জনতা ব্যাংক ভবনে মুজিব কর্নার উদ্বোধন
২২ মার্চ ২০২১ ১২:১০
ঢাকা: বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে জনতা ব্যাংকের প্রধান কার্যালয় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। রোববার (২১ মার্চ) মুজিব কর্নার ভার্চুয়ালি উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে ‘মুজিব কর্নার’ স্থাপন করেছে জনতা ব্যাংক। এটা জাতির পিতার প্রতি আমাদের সম্মান। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বঙ্গবন্ধুর দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী প্রজন্মের সঙ্গে সেতুবন্ধন রচনা করবে এই মুজিব কর্ণার।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেন, জনতা ব্যাংকের আমানত ও তারল্য শক্তিশালী অবস্থানে রয়েছে। এটা আশার কথা। তবে জনতা ব্যাংককে ঘুড়ে দাাঁড়াতে হলে খেলাপী ঋণের লাগাম টেনে ধরতে হবে। ঋণ আদায়ে আরও কঠোর শ্রম দিতে হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম বলেন, জাতির পিতার আদর্শকে ধারন করে জনতা ব্যাংক দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতির পিতা নিজ মমতায় দেশের ৪টি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের নামকরণ করেন। তার দেওয়া প্রতিটি নাম-আভিধানিক অর্থেই বিশেষ তাৎপর্য বহন করে।
জনতা ব্যাংক লিমিটেড পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান বলেন, মুজিব কর্নার বঙ্গবন্ধুর আদর্শ চর্চার কেন্দ্র এবং নতুন প্রজন্মের সবার জন্য প্রেরণার একটি প্রতিষ্ঠান। যা আলোকিত মানুষ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে জনতা ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ দুটি কাজের মধ্যে একটি হলো কিশোর বয়সে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ আর অপরটি জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে ব্যাংকে মুজিবকর্নার স্থাপন ।
সারাবাংলা/জিএস/এসএসএ