Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইভ্যালিতে যুক্ত হলো মুন্নু সিরামিক

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১২:১৭

ঢাকা: দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেডের সঙ্গে যুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় সিরামিক পণ্য প্রস্তুতকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান মুন্নু সিরামিক। এখন থেকে মুন্নু সিরামিকের বিভিন্ন পণ্য এবং গিফট কার্ড আকর্ষণীয় মূল্যছাড়ে কিনতে পারবেন ইভ্যালির গ্রাহকেরা।

রোববার (২১ মার্চ) ইভ্যালির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং মুন্নু সিরামিকের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাইমুনুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রাইয়ান ফেরদৌস শাকিল, কি একাউন্ট ম্যানেজার এহাদ হোসাইন এবং মুন্নু সিরামিকের হেড অব ব্র্যান্ড খন্দকার ফায়েজ আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাহাদ চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএম

মুন্নু সিরামিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর