Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৪:০৬ | আপডেট: ২২ মার্চ ২০২১ ২০:২২

ঢাকা: রাজধানীর মতিঝিলের আদমজী কোর্ট ভবনে আগুন লেগেছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার (২২ মার্চ) দুপুর ১টা ৩৫ মিনিটে ভবনের সাত তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি।

ফায়ার সার্ভিস থেকে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পাঁচটি ও পরে দুইটি ইউনিট গিয়ে আগুন নেভাতে শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে না এলে আরও ছয়টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। ফলে মোট ১৩টি ইউনিট এখন আগুন নেভাতে কাজ করছে।

আদমজী কোর্ট মূলত বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) প্রধান কার্যালয়। এর সপ্তম তলায় ডে-কেয়ার সেন্টার, গবেষণা বিভাগ ও কনফারেন্স রুম রয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

আগুন এনআরবিসি ব্যাংক টপ নিউজ

বিজ্ঞাপন

আজ ঢাকার বাতাস সহনীয়
৫ জুলাই ২০২৫ ১০:৩৭

আরো

সম্পর্কিত খবর