Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিকেল ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ১৮:৪০ | আপডেট: ২২ মার্চ ২০২১ ২৩:৩৩

ঢাকা: চলতি ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা পেছাতে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

রোববার (২১) শিক্ষার্থী তাইমুর খান বাপ্পির পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করেন আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান।

রিটে শিক্ষা ও স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করে রিটকারীদের আইনজীবী মুনতাসির মাহমুদ রহমান বলেন, ‘গতকাল (২১ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেছি। চলতি সপ্তাহের যেকোনো দিন বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে।’

তিনি আরও বলেন, ‘কভিড-১৯ মহামারি বিবেচনায় নিয়ে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা পেছানোর কথা বলা হয়েছে।’

আগামী ২ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সারাবাংলা/কেআইএফ/এমআই

করোনাভাইরাস টপ নিউজ মেডিকেল ভর্তি পরীক্ষা হাইকোর্টে রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর