Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩০ শতাংশ লভ্যাংশ দিতে পারবে আর্থিক প্রতিষ্ঠান ​

স্পেশাল করেসপন্ডেন্ট
২২ মার্চ ২০২১ ২২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে (এনবিএফআই) নগদ ও বোনাসসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ দেওয়ার অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনটি দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আর্থিক প্রতিষ্ঠানসমূহ সর্বোচ্চ ১৫ শতাংশ নগদ লভ্যাংশসহ মোট ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করতে পারবে। অনতিবিলম্বে এই নির্দেশনা কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/এমআই

টপ নিউজ বাংলাদেশ ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর