Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন, ৭ জনের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১২:০৪

কক্সবাজার: উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনায় এ পর্যন্ত সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে দুই শিশু, দুই নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সারাবাংলাকে এ খবর নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার স্টেশনের ইনচার্জ শাহদাত হোসেন। তিনি বলেন, নিহতদের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পালংখালী ইউনিয়নের বালুখালী আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে স্থাপিত প্রাথমিক চিকিৎসা কেন্দ্রের চিকিৎসক ব্র্যাকের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডা. রঞ্জু মিয়া জানান, কমপক্ষে ২ হাজার আহত মানুষকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার বিকাল চারটার দিকে উখিয়ার বালুখালী ৮-ডব্লিউ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে আগুনের সূত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী ৯, ১০ ও ১১ নম্বর ক্যাম্পে ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস, পুলিশ, সেনাবাহিনী, এপিবিএন ও স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুড়ে গেছে চারটি ক্যাম্প। এরমধ্যে ৮ নম্বর ক্যাম্প পুরোপুরি ছাই হয়ে গেছে।

সারাবাংলা/এএম

অগ্নিকাণ্ড উখিয়া রোহিঙ্গা ক্যাম্প

বিজ্ঞাপন

নতুন বার্সেলোনায় মুগ্ধ মেসি
২৩ নভেম্বর ২০২৪ ১০:৫৫

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর