Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় জেএমবি সদস্যের ৩ বছরের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ মার্চ ২০২১ ১৭:২১

নওগাঁ: নওগাঁয় হাতেম আলী (৪৫) নামে এক জেএমবি সদস্যকে ৩ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৩ মার্চ) সকালে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মেহেদী হাসান তালুকদার মামলার শুনানি শেষে এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাতেম আলী মান্দা উপজেলার তালপাতিলা গ্রামের মৃত তানজেম আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা কর্মকর্তারা ২০১৬ সালের ১২ জুন রাতে হাতেম আলীর বাড়ি ঘেরাও করে তার ঘর থেকে ৩শ গ্রাম ওজনের ৩টি ককটেল উদ্ধার করেন। নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য বিস্ফোরকদ্রব্য রাখায় একই তারিখে মান্দা থানায় মামলা করা হয়। তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষ মোট ১১জন সাক্ষী উপস্থাপন করে। পরে সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার সকালে নওগাঁর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও অতিরিক্ত দায়রা জজ মেহেদী হাসান এই রায় ঘোষণা করেন। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট সঞ্জিব কুমার সরকার ও আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবু জাহিদ মো. রফিকুল ইসলাম।

সারাবাংলা/এসএসএ

জেএমবি সদস্যের কারাদণ্ড নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর