সিরাজগঞ্জে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা
২৩ মার্চ ২০২১ ২১:০২
সিরাজগঞ্জ: করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মোকাবিলার অংশ হিসেবে সিরাজগঞ্জে মাস্ক না পরায় ৩৫ জনকে ৪ হাজার একশ টাকা জরিমানা করা হয়েছে। এসময় পথচারী, অটোচালক, সিএনজিচালক এবং যাত্রীদের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করা হয়। পাশাপাশি তাদেরকে করোনাভাইরাস নিয়ে সচেতন করা হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকায় মাস্ক না পড়ায় পথচারী, সিএনজি ও অটোরিকশা চালকসহ যাত্রীদেরকে এ অর্থদণ্ড দেওয়া হয়।
সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত উল্লাহ জানান, করোনা সংক্রমণ মোকাবিলার প্রস্তুতি হিসেবে এ অভিযান চালানো হয়। আজ সদরের কাঠেরপুল সংলগ্ন এলাকায় মাস্ক পরিধান না পড়ার কারণে পথচারী, সিএনজি ও অটোরিকশা চালক এবং যাত্রীসহ ৩৫জনকে বিভিন্ন পরিমাণের অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ, উপজেলা ভূমি অফিসের স্টাফরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এসএসএ