নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা বাড়ানোর সুপারিশ
২৪ মার্চ ২০২১ ১৭:০৯
ঢাকা: নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামষ্টিক সচেতনতা বাড়াতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার (২৪ মার্চ) একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মেহের আফরোজ এমপির সভাপতিত্বে বৈঠকে সদস্য মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা, মো. শাহজাহান মিয়া, মো. আব্দুল আজিজ, সৈয়দা রাশিদা বেগম, সাহাদারা মান্নান এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।
বৈঠকে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম এবং ‘বাল্যবিবাহ ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ’ সাব-কমিটি কর্তৃকপ্রস্তাবিত ‘পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০’ এবং এর বিধিমালা সংশোধন সম্পর্কিত খসড়া প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। এছাড়া কমিটির পক্ষ থেকে সুবিধাজনক সময়ে জয়িতা ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির আগের সভাগুলোর অনিষ্পন্ন সিদ্ধান্তগুলো দ্রুত সম্পন্ন করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, জয়িতা ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এএইচএইচ/পিটিএম