বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২৪ মার্চ ২০২১ ১৯:৪১
কুষ্টিয়া: কুষ্টিয়ার পোড়াদহ জংশনে টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তবে এ দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।
বুধবার (২৪ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পোড়াদহ জংশনে এ দুর্ঘটনা ঘটেছে। পোড়াদহ জংশনের স্টেশন মাস্টার শরীফূল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রাজশাহী থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল টুঙ্গিপাড়া এক্সপ্রেস। সন্ধ্যা পৌনে ৭টার দিকে ট্রেনটি পোড়াদহ জংশনে পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে।
পোড়াদহ জংশনের কর্মকর্তারা জানিয়েছেন, রেল লাইনে কোনো সমস্যা ছিল না। ট্রেনটিরই পেছনের বগির দুইটি চাকা ভেঙে পড়লে সেটি লাইনচ্যুত হয়ে পড়ে।
স্টেশন মাস্টার শরীফূল ইসলাম বলেন, ট্রেনটি লাইনচ্যুত হয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে গতি কম থাকায় বড় কোনো ক্ষতি হয়নি। হতাহতের কোনো ঘটনাও ঘটেনি। ট্রেনটি নিয়ে কাজ চলছে। শিগগিরই ট্রেনটি সচল করা সম্ভব হবে বলে জানান তিনি।
সারাবাংলা/এএম/টিআর